বামনগোলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী ট্রাক।

0
1008

মালদা, সব্যসাচী মন্ডল:- মালদা থেকে বালুরঘাট যাওয়ার পথে গাজোল ব্লকের বামনগোলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালবাহী ট্রাক। ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের বামনগোলা মোড় এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিকের পোল ভেঙে একটি স্কুল ভ্যান কে ধাক্কা মেরে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় লরিটি। হতাহতের খবর না থাকলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সাধারণ মানুষ। ইলেকট্রিকের পোল ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযুক্ত তার রাস্তার উপরে ছিঁড়ে পড়ে। যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই এলাকার। এর পরেই বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা এসে হাত লাগান বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়। তবে স্থানীয়রা জানান প্রতিদিন সকালে ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষ প্রাতঃভ্রমণে বেড়ান। এবং একটু বেলা হতেই শহরের মূল প্রান্তে অবস্থিত হওয়ায় সব সময় সাধারণ মানুষের আনাগোনা চলতে থাকে। দুর্ঘটনাটি একটু আগে অথবা একটু পরে হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here