বাবুপাড়ার করলা নদী বাঁধ ও জেওয়াইএম-এ মাঠ সংলগ্ন এলাকার চিলড্রেন পার্ক সংস্কারের কাজ অনেকটা করা হলেও এখনো বাকি রয়েছে বেশ কিছুটা বলে অভিযোগ।

0
323

জলপাইগুড়ি:- বাবুপাড়ার করলা নদী বাঁধ ও জেওয়াইএম-এ মাঠ সংলগ্ন এলাকার চিলড্রেন পার্ক সংস্কারের কাজ অনেকটা করা হলেও এখনো বাকি রয়েছে বেশ কিছুটা বলে অভিযোগ। ২০১৭ সালে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আমরুত প্রকল্পের অধিনে চিলড্রেন পার্কের বিউটিফিকেশন কাজ শুরু হয়। সেখানে নিচু জায়গা থাকায় পর্যাপ্ত পরিমানে মাটি দিয়ে ভরাট করা হয়। শিশুদের মনরঞ্জনের জন্য বসানো হয়েছে ফাইবারের তৈরী লম্বা জিরাপ, স্লিপার । পাশাপাশি তৈরী করা হয়েছে ক্যান্টিন সহ টয়লেট বাথরুম। কিন্তু দীর্ঘদিন থেকে টাকার অভাবে কাজ থমকে রয়েছে বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here