বাড়ির সামনে খেলতে খেলতে জলাশয়ে পড়ে মৃত্যু হল দুই শিশুর। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে।

0
918

চাঁচল, ২৭ জুন : বাড়ির সামনে খেলতে খেলতে জলাশয়ে পড়ে মৃত্যু হল দুই শিশুর। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের মালাহার গ্রামের গোপালপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম অভিজিৎ ভুঁইয়া (৩) ও সোম ঠাকুর (৪)। অভিজিতের বাবা বিপুল ভুঁইয়া ও সোমের বাবা শ্যাম ঠাকুর পেশায় কৃষিজীবী বলেই জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ওই গ্রামে গিয়েছেন এলাকার বিধায়ক আবদুর রহিম বকসি ও মালদা জেলা পরিষদের কর্মধক্ষ রফিকুল হোসেন। এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছেন তিনি।
জানা গিয়েছে, বিপুলবাবু ও শ্যামবাবুর বাড়ি পাশাপাশি। আজ সকালে অভিজিৎ ও সোম বাড়ির সামনেই খেলছিল। সেই সময় দুর্ঘটনাবশত তারা পাশের জলাশয়ে পড়ে যায়। সেই সময় বিষয়টি কারও নজরে আসেনি। পরে স্থানীয়রা ওই পুকুরে একটি বাচ্চার দেহ ভাসতে দেখেন। দেখা যায়, সেই দেহটি সোমের। খানিক পর ভেসে ওঠে অভিজিতের দেহও। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা গ্রাম জুড়ে।
বিধায়ক আব্দুর রহিম বক্স বলেন, মর্মান্তিক ঘটনা। ঘটনার খবর পেয়েই তিনি গ্রামে ছুটে এসেছেন। মৃত দুই বাচ্চাকে তিনি অভিভাবকদের কাছে ফিরিয়ে দিতে পারবেন না সেটা ঠিক। তবে ওই দুটি পরিবারের পাশে রয়েছেন তিনি। দুটি পরিবারকেই তাঁর তরফে যাবতীয় সাহায্য করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here