মহাজিত হোসেন হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১১ই অক্টোবর :-বাড়ির সামনের জায়গায় তারকাঁটা বেড়া দিয়ে বিবস্তদের বাড়িতে ঢুকতে বাধা বেশ কিছু অসাধু গ্রামবাসীদের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের নাকোড় গ্রামের। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বাড়ির মালিক সাবিনা ইয়াসমিন ও স্বামী আকরামুল ইসলাম, তাঁরা হরিরামপুর থানা সহ একাধিক সরকারি মহলে ঘটনার তদন্তে র আবেদন জানিয়েছে। সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে সাবিনা ইয়াসমিনের বাড়ির সামনে কিছু জায়গা বিক্রি করার প্রস্তাব দেন বেশ কয়েকজন, অভিযুক্ত মোজাম্মেল হক, ফজলু রহমান , কালিমুদ্দিন সরকার, সাজেদুর রহমান, মৈনত আলী সহ আরো বেশ কয়েকজন। এমনকি ওই সাবিনা ইয়াসমিন বিবির অভিযোগ তাদের কে সাত লক্ষ টাকার বিনিময়ে তারা সেই জমিটা কিনেও নেন পরবর্তীতে প্রায় পনেরো লক্ষ টাকা খরচা করে সেখানে একটি পাকা বাড়ি তৈরি করেন সাবিনা ইয়াসমিন। বেশ কয়েক বছর ধরে সব ঠিকঠাক থাকলেও গতি ২০২০ সালে সালের ১১ তারিখে , পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে সদস্য সহ বেশ কয়েকজন দলবল নিয়ে তার বাড়িতে হানা দেয় সেখানে তার কাছে অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ তুলে, দুই লক্ষ টাকার দাবি করেন। সেই টাকা সাবিনা ইয়াসমিন বিবির স্বামী আকরামুল ইসলাম দিতে অস্বীকার করলে অভিযুক্তরা দলবল বেঁধে তার বাড়ির সামনে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেয় । বেশ কয়েকদিন কাঁটাতারের বেড়া বাড়ির সামনে কিছুটা অংশ ফাঁকা দিয়ে ই তারা বাড়িতে যাতায়াত করলেও হরিরামপুর থানায় পুরো বিষয়টি জানালে, অভিযুক্তরা বাড়িতে ঢোকার বাকি অংশটাও ঘিরে দেয় কাঁটাতারের বেড়া দিয়ে। যার পরে তারা আর বাড়িতে প্রবেশ করতে পারছেন না বিষয়টি হরিরামপুর থানায় ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন । বর্তমানে তারা আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছেন এবং এই পুরো ঘটনা নিয়ে শুধু হরিরামপুর থানায় নয় সাবিনা ইয়াসমিন বিবি রাজ্যের বিভিন্ন দপ্তরে আইন আনুক ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছেন।
এ বিষয়ে বাড়ির মালিক সাবিনা ইয়াসমিন বিবি অভিযোগ করে জানিয়েছেন, বেশ কয়েক বছর আগে আমরা সেই জায়গাটি কিনে নিয়েছিলাম টাকার বিনিময় কিন্তু পরবর্তীতে পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন মিলে আমাদের কাছে দুই লক্ষ টাকার দাবি করে, কিন্তু আমার স্বামী সেটা দেয়নি।তার জন্য আমাদেরকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না আমরা চরম বিপদের মধ্যে রয়েছি। আমরা চাই প্রশাসন হস্তক্ষেপ করে ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে হরিরামপুর ব্লকের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুধান মুক্তান জানিয়েছেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।।
এবিষয়ে হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।