হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর:
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান প্রক্রিয়ার সূচনা করা হয়। এই উপলক্ষে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে একটি সভার আয়োজন করা হয
অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা আবাস যোজনার ঘরের উদ্বোধন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে বাংলা আবাস যোজনার ঘরের উপভোক্তাদের তালিকা প্রকাশ করেন। পরে বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন উপভোক্তাদের হাতে সেনশন লেটার (অনুমোদনপত্র) তুলে দেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন, উপপ্রধান রাজ্জাক হোসেন, বিশিষ্ট সমাজসেবী তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আরিফ ইসলাম, গ্রাম পঞ্চায়েত সদস্য খাসেদুর রহমান, লতিফুর রহমান সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন জানান, “বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রকৃত উপভোক্তারা যাতে দ্রুত ঘর পান, সেই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। ভবিষ্যতেও পঞ্চায়েতের তরফে মানুষের পাশে থাকার কাজ অব্যাহত থাকবে।”

























