শিলিগুড়ি:-
গতকালের দিনদুপুরে বাগডোগরার এক বাড়িতে ডাকাতি ও ২ বাড়িতে চুরির পর ফের আজ ভোররাতে বাগডোগরা ডারাগাঁও বুদ্ধমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল।মন্দিরের তালা ভেঙে মন্দিরের দানপাত্র বাক্স ও বিভিন্ন জিনিশপত্র লুঠ করা হয়েছে।ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।গতকালের পর আজও চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।