বাইসনের হামলায় মৃত্যু হল একজনের আহত আর একজন

0
246

কোচবিহার:- বাইসনের হামলায় মৃত্যু হল একজনের আহত আর একজন । ঘটনাটি ঘটেছে কোচবিহার নিশীগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের খোকো বাড়ি এলাকায়।মৃতের নাম রমণী সরকার (৬৫) । আহত মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । রবিবার সকাল থেকেই মাথাভাঙ্গা ২ ব্লকের নিশীগঞ্জ এলাকায় দুটি বাইসন দেখতে পায় স্থানীয়রা । খবর পেয়ে ছুটে আসে বন বিভাগের কর্মীরা । এরপরেই বাইসন নিশিগঞ্জ এলাকায় দুজন বাইসনের হামলায় আহত হয় । তার মধ্যে রমণী সরকার বাড়ির পিছনে কাজ করছিল পিছন থেকে এসে তাকে বাইসন মারে । তড়িঘড়ি তাকে প্রথমে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here