মালদা:- বাইক চোর সন্দেহে গণপ্রহার। মালদার গাজোলের বিডিও অফিসের সামনের ঘটনা। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গাজোল থানার পুলিশ। আহত ওই যুবকের চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় গাজোল থানায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম রাজীব দাস (২৩) বাড়ি মালদার সুজাপুর এলাকায়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বাইক মালিক কালিম কাওসার জানান ব্লক গেটের সামনে বাইক রেখে একটি দোকানে ঢুকে ছিলেন তিনি। হঠাৎ তিনি দেখতে পাই ওই যুবক তার বাইকে উঠে বাইকের লক ভাঙার চেষ্টা করছে। ঘটনা দেখতে পেয়ে তিনি বেরিয়ে আসলে ছুটে পালিয়ে যায় ওই যুবক।

এরপর তার পিছু নিয়ে ধরে ফেলা হয় তাকে। এরপর উত্তেজিত জনতা গণপ্রহার চালায়। ওই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এরপর পুলিশ তার চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে এ বিষয়ে তিনি গাজোল থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে আসে গাজোল থানার পুলিশ। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।