বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক, চাঞ্চল্য বুনিয়াদপুরে
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর —মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর শহরে। শনিবার দুপুরে বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শ্যামাপল্লী এলাকায় জাতীয় সড়ক (এনএইচ-৫১২)-এ বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম গৌরভ ঘোষ (২৭)। বাড়ি বংশীহারী ব্লকের জরদীঘি জোকাহার এলাকায়। তিনি পেশায় জিও মার্টের ডেলিভারি বয়। জানা গেছে, গৌরভবাবু বুনিয়াদপুর থেকে রশিদপুরের দিকে যাওয়ার সময় শ্যামাপল্লী এলাকায় একটি বেপরোয়া টোটো সামনে এসে পড়ে। মুহূর্তের মধ্যে বাইক ও টোটোর সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন গৌরভবাবু। সংঘর্ষের পরই পালিয়ে যায় টোটোচালক।
ঘটনার পর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এনএইচ-৫১২ নম্বর সড়কে যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যুবককে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বংশীহারী থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা পিন্টু রায় ও সুদীপ রায় জানান, “শ্যামাপল্লী এলাকায় টোটোচালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।”
প্রসঙ্গত, বুনিয়াদপুর শহরে দিন দিন বেড়েই চলেছে টোটোর সংখ্যা। অনেক চালকই কোনও নিয়মকানুন মানছেন না। এর ফলে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। শনিবারের ঘটনায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন বাইক আরোহী গৌরভ ঘোষ।