বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই,মৃত দুই

0
670

মালদাঃ- —--বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই,মৃত দুই।ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটা নাগাদ ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া ও বড়াডাঙি গ্রাম দুটির মাঝে রাজ্য সড়কের উপরে।দুর্ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।বাইক দুটিকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায়‌ বলে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত দুই যুবকের নাম মজো আলি(২৫)ও আদম আলী (২০)।মজো আলির বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা নয়াটোলা গ্রামে ও আদম আলীর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে।গুরুতরভাবে আহত হয়েছেন বাগমারা গ্রামের আরো দুই যুবক বাপ্পি আলি(১৭) ও জিসান আলি(১৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে,মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে শনিবার থেকে শুরু হয়েছে ঊরুষের মেলা।বাগমারা গ্রামের তিন যুবক একটি বাইকে চেপে ওই মেলা দেখতে যাচ্ছিলেন।অপরদিক থেকে মেলা দেখে বাইকে করে বাড়ি ফিরছিলেন মজো আলি।বনসরিয়া ও বড়াডাঙি গ্রাম দুটির মাঝে রাজ্য সড়কের উপরে বাইক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় দুই বাইকে থাকা মোট চারজন।দুমড়ে মুচড়ে যায় একটি বাইক।পথ চলতি মানুষেরা তাঁদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।আশঙ্কাজনক অবস্থা দেখে আহত চারজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন কর্তব্যরত চিকিৎসকরা।মজো আলির চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় ও মালদা নিয়ে যাওয়ার পথে আদম আলিরও মৃত্যু হয় বলে খবর।বাকি দুইজনের চিকিৎসা সেখানে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here