বাংলাদেশ সীমান্ত থেকে ২৪ কোটি টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে, চোরা পথেই নিয়ে যাওয়া হচ্ছিল কোবরার বিষ

0
952

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ফেব্রুয়ারী––– বাংলাদেশে পাচারের আগেই   দুটি ক্রিস্টাল জার ভর্তি প্রায় ২৪ কোটি টাকা মুল্যের  সাপের বিষ উদ্ধার।  দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘুনসী বিওপির ঘটনা।  উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি  ক্রিস্টাল জার দুটি  বৃহস্পতিবার বালুরঘাট বন দফতরের হাতে তুলে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।
বিএসএফ জানায়, রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত ২৬ বিএসএফ জওয়ানদের। যারপরেই জওয়ানদের ততপরতায় ওই জার দুটি উদ্ধার হলেও এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয় পাচারকারীরা। যেখানেই উদ্ধার হয় ওই জার ভর্তি বহু মুল্যের সাপের বিষগুলি।

বালুরঘাট বন দফতরের ডেপুটি রেঞ্জার নিখিল ছেত্রী জানিয়েছেন, কুমারগঞ্জ ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্তের  ঘুনসী এলাকায় ২৬ নম্বর ব্যাটিলিয়নের  জওয়ানরা বিষ উদ্ধার করেছে । যদিও পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া বিষের মুল্য প্রায় ২৪ কোটি টাকা।      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here