বাংলাদেশ সরকারের নরকযাত্রা কামনা করে হিন্দু সংহতির শ্রাদ্ধানুষ্ঠান বালুরঘাটে

0
407

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ নভেম্বর: বাংলাদেশ সরকারের নরক যাত্রা কামনা করে শনিবার বিকেলে বালুরঘাট শহরের হিলি মোড়ে হিন্দু সংহতির পক্ষ থেকে করা হল শ্রদ্ধানুষ্ঠান। হিন্দু ধর্ম মতে কেউ মারা গেলে যে ভাবে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় ঠিক একই ভাবে হিন্দু সংহতির পক্ষ থেকে এদিন শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট হিলিমোড়ে। এদিনের শ্রাদ্ধানুষ্ঠানে হাজির ছিলেন হিন্দু সংহতির কেন্দ্র কমিটির সম্পাদক রজত রায়, বালুরঘাট বিধানসভা কমিটির সভাপতি পরিতোষ বর্মণ সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
প্রসঙ্গত, সদ্য হয়ে যাওয়া দুর্গাপূজার সময় থেকে বাংলাদেশে যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তা অবিলম্বে বন্ধ করা দরকার। বাংলাদেশে হিন্দুদের উপর ফের আক্রমণ হলে হিন্দু সংহতি আরো বড় আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন হিন্দু সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত রায়। এদিনের শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক হিন্দু সংহতির সদস্যরা। 
হিন্দু সংহতির কেন্দ্রীয় নেতা রজত রায় বলেন, শ্মশান ছাড়া বাংলাদেশে কোথাও নিরাপদ নয় হিন্দুরা। আর এমন অপদার্থতার জন্য দায়ি সে দেশের সরকার। তাই সেদেশের সরকারের ব্যর্থতা তুলে ধরে এদিনের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here