বাংলাদেশ ফেরার পথে বিএসএফের জালে স্বামী-স্ত্রী, চাঞ্চল্য হিলি সীমান্তে
বালুরঘাট, ১৬ জুলাই —- দীর্ঘ ৩৫ বছর পরে নিজভূমিতে ফিরতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশি দম্পতি। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের কড়া নজরদারিতে ভেস্তে গেল তাঁদের গোপন পরিকল্পনা। বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর প্রায় পৌনে দু’টোর সময় দক্ষিণ দিনাজপুরের চকগোপাল সীমান্তের কাটাতার বিহীন এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন এক বাংলাদেশি মহিলা। সন্দেহ হওয়ায় বিএসএফের টহলদারি বাহিনী তাঁকে পাকড়াও করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতের নাম জৈনব (৫০)। তার স্বামী শেখ ইমরানের সঙ্গে ১৯৯০ সালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। তারপর থেকে তাঁরা ছত্তীসগঢ়ের রায়পুরে ঘাঁটি গেড়েছিলেন। সেখানেই দীর্ঘদিন ধরে পরিচয় লুকিয়ে বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি রায়পুর পুলিশ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে শুরু করলে ধরা পড়ার ভয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।
বিএসএফের তরফে জানানো হয়েছে, ওই মহিলা ধরা পড়বার পরে শেখ ইমরান বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। তাঁদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ভারতীয় পাসপোর্ট, গাড়ির কাগজপত্র এবং একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিএসএফ আরো জানতে পারে ওই দম্পতির উদ্দেশ্য ছিল স্থায়ীভাবে বাংলাদেশেই থেকে যাওয়া। ধৃতদের হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে বুধবার তাদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পাচ দিনের পুলিশ রিমান্ড নেয় হিলি থানার পুলিশ। যদিও ওই বাংলাদেশী মহিলাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।