বাংলাদেশে পাচারের আগেই ৯হাজার ট্যাবলেট সহ মহিলা-সহ তিনজন গ্রেফতার

0
100

বাংলাদেশে পাচারের আগেই ৯হাজার ট্যাবলেট সহ মহিলা-সহ তিনজন গ্রেফতার,পুলিশি হেফাজতে তদন্ত শুরু
শীতল চক্রবর্তী, বালুরঘাট,১৮ জুলাই দক্ষিণ দিনাজপুর।
বাংলাদেশ পাচারের আগেই ৯হাজার নিষিদ্ধ ট্যাবলেট এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি ও তপন থানার মহাদেবপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানাই ধৃতদের নাম ,আশরাফ সরকার (৩০),আয়ুব সরকার (২২), ও জাহানারা খাতুন (৫১)। তিনজনের বাড়ি তপন থানার উত্তর মহাদেবপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
গঙ্গারামপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত ১৬ জুলাই মঙ্গলবার রাতে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি ক্যাম্পের পুলিশ গোপন সূত্রে খবর পায়, ফুলবাড়ির এক হোটেলের সামনে এক যুবক একটি ব্যাগে নিষিদ্ধ ট্যাবলেট নিয়ে বসে রয়েছে, যা বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফ সরকার নামে ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে ২০ প্যাকেট নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার কোনও বৈধ কাগজপত্র ছিল না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ তদন্তে নামে।
জিজ্ঞাসাবাদে ধৃত আশরাফ ও আয়ুব জানায়, এই পাচারচক্রের সঙ্গে জড়িত রয়েছেন আরও এক যুবক আয়ুব সরকার এবং এক মহিলা জাহানারা খাতুন। তদন্তে নেমে পুলিশ ওই দু’জনকে বুধবার রাতে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।
তিনজনকেই বৃহস্পতিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে পুলিশ ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টে মামলা রুজু করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়।আদালত চার দিনের পুলিশি হেফাজতের অনুমতি দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) দ্বীপায়ন ভট্টাচার্য জানান, “তিনজনকে গ্রেফতার করে চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ মাদকের পাচার চক্রের সক্রিয়তা ফের সামনে এল। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এই ধরনের পাচার রুখতে আরও কড়া নজরদারি চালাবে বলে অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here