বাংলাদেশে পাচারের আগেই ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি

0
82

বাংলাদেশে পাচারের আগেই ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি, বৃহস্পতিবার পাঠানো হলো জেলা আদালতে শীতল চক্রবর্তী বালুরঘাট, ১০ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-।সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার গঙ্গারামপুর থানার আশ্রমঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। ধৃতদের কাছ থেকে ১৫৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম আইনুর রহমান (৫৪)—বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায় এবং জয়নাথ গুপ্তা (৫৯), তাদের বাড়ি হিলি থানা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি গঙ্গারামপুর থানার আশ্রমঘাট এলাকায় পৌঁছান। গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে থানার পুলিশ আধিকারিকেরা তাদের সন্দেহজনক অবস্থায় আটক করে।পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট এবং নগদ টাকা। এরপর দু’জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিশ।
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন,” ধৃতদের বৃহস্পতিবার বালুরঘাট জেলা মহকুমা আদালতে পেশ করা হবে।” মহকুমা পুলিশ আধিকারিকের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here