পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৭ অক্টোবর— বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে দুর্গা মন্দির ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল বিজেপি দল। রবিবার দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে শামিল হন শতাধিক কর্মী সমর্থকরা। ধিক্কার মিছিলে জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরাও এদিন উপস্থিত ছিলেন। হিন্দুদের সুরক্ষা প্রদানে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে কথা বলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় বাংলাদেশের কুমিল্লা জেলায় হিন্দু মন্দিরে হামলা, ভাঙচুর চালিয়েছে শতাধিক দুষ্কৃতীরা। সেই ঘটনার জেরে ২২টি জেলায় ব্যাপক হিংসা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে হাসিনা সরকারকে আধাসেনাও নামাতে হয়েছে সেদেশে। হিংসায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ জখমও হয়েছেন বলে খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। আর যারপরেই এদিন নিজের লোকসভা এলাকায় বিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বাংলাদেশের হিন্দুদের রক্ষার্থে সব সময় পাশে থাকবে বিজেপি দল। সেদেশের হাই কমিশনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন।