বাংলাদেশে গরু পাচার করার চেষ্টায় মৃত হয় এক ব্যক্তির

0
169

জলপাইগুড়ি:-

রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচার করার চেস্টা করছিলো কিছু দুস্কৃতি। বিএসএফ বাধা দিলে পালটা হামলা চালায় পাচারকারীরা । ঘটনায় একাধিক বিএসএফ জওয়ান আহত হয় বলে দাবি। সেই সময় বিএসএফ পালটা গুলি চালায় বলে অভিযোগ। তাতে মৃত হয় এক গরু পাচারকারীর। অন্যরা পালিয়ে যায়। জলপাইগুড়ির ভাটপাড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন ভারত-বাংলাদে সীমান্তের ঘটনা। মৃত ব্যক্তির নাম কাজিরুল হক(৪৬)। জলপাইগুড়ির ভাঙামালি এলাকার ঘটনা। সে দীর্ঘদিন গরুপাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। যদিও মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলতে চায়নি মৃত ব্যক্তির পরিবার।
ভিস👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here