বাংলাদেশের পাচারের আগেই সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ।

0
856

বাংলাদেশের পাচারের আগেই সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফের জওয়ানেরা ৪২৫ বোতল ফেনসিডিল ও দেড় কিলো গাজা সহ ওই যুবককে হাতেনাতে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ধৃত যুবক কে গঙ্গারামপুর মহুকুমা আদালতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম আলতাফ হোসেন (২৫) বাড়ি গঙ্গারামপুর থানার দুমুঠো এলাকায়।
সূত্রে আরো জানা গিয়েছে, সোমবার গভীর রাত্রে ধৃত আলতাফ দেড় কেজি গাঁজা ও ১২৫বোতল ফেনসিডিল নিয়ে বাংলাদেশের বাংলাদেশ উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে কর্মরত বিএসএফের জওয়ানেরা আলতাফের কাছ থেকে দেড় কেজি গাজা,১২৫ বোতল ফেনসিডিল হাতে নাতে উদ্ধার করে মঙ্গলবার ধৃত আলতাফকে গঙ্গারামপুর থানায় পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানেরা। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার উপর ভিত্তি করে মামলা করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here