বাঁশের খোল দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাটা জানি এলাকার বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক রতন সরকার

0
676

আলিপুরদুয়ার :- বাঁশের খোল দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাটা জানি এলাকার বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক রতন সরকার ।আলিপুরদুয়ার ২ ব্লকের টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের খাটাজানি এলাকার বাসিন্দা রতন সরকার। পেশায় প্রাথমিক শিক্ষক। গোটা দেশে যখন লকডাউন চলছিল এমন পরিস্থিতিতে বন্ধ স্কুল তাই বাড়িতে বসেই দুর্গা প্রতিমা, তাজমহল ,দক্ষিণেশ্বর মন্দির আইফেল টাওয়ার বানিয়ে সবার নজর কেড়ে নিয়েছিল রতন বাবু । ইতিমধ্যেই মাত্র একশো ঘন্টায় দুর্গা প্রতিমা বানিয়েছেন বাঁশের খোল দিয়ে। অন্যদিকে আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছেন তাজমহল, দক্ষিণেশ্বর মন্দির । দেশলাই কাঠি দিয়ে আইফেল টাওয়ার বানিয়েছেন । আইফেল টাওয়ার বানাতে তার সময় লেগেছে মাত্র ২৬ ঘণ্টা।
রতন বাবু বলেন আগামী দিনে গিনেস বুক অফ রেকর্ডে নাম তোলাই তার লক্ষ্য।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here