বাঁধ অসম্পূর্ণ, জল বাড়ছে… বালুরঘাটের একে গোপালন কলোনীতে ফের বন্যার ভয়

0
163

বাঁধ অসম্পূর্ণ, জল বাড়ছে… বালুরঘাটের একে গোপালন কলোনীতে ফের বন্যার ভয়

বালুরঘাট, ৩০ মে ——প্রতিশ্রুতি ছিল—নব্বই দিনে বাঁধ হবে শেষ। আত্রেয়ীর দাপটে আর ভাসবে না একে গোপালন কলোনি। কিন্তু বাস্তবে তিন মাস পেরিয়ে গেলেও এখনও অসমাপ্ত কাজ। আগাম বৃষ্টিতে খাঁড়ি ফুলেফেঁপে উঠতেই জল গিলল নির্মীয়মান বাঁধের একাংশ। এখন প্রশ্ন—এর শেষ কোথায়?

চলতি বছরের ফেব্রুয়ারিতে বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছিল আত্রেয়ীর উপখাড়িতে বাঁধ নির্মাণের কাজ। মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা প্রমুখের উপস্থিতিতে যার সূচনা। স্বপ্ন ছিল—জলবন্দি দশার অবসান ঘটবে অবশেষে।

তবে বাস্তব বলছে অন্য কথা। এখনো কিছুটা কাজ পড়ে রয়েছে। হাই ডেনসিটি পলি ইথিলিন ব্যাগ দিয়ে তৈরি এই বাঁধের বড় অংশ জলের তলায়। এক সপ্তাহের বৃষ্টিতে থমকে গেছে কাজ। বস্তি-ঘেরা অঞ্চল, পায়ে হেঁটে খালের পাড় ঘেঁষে হেঁটে যাওয়া এখন রীতিমতো আতঙ্কের।

সেচ দপ্তরের আধিকারিক অংকুর মিশ্র জানাচ্ছেন, “৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে। কিছু জমির সমস্যা রয়েছে। মিটলেই কাজ শুরু হবে।”

পুরপ্রধান অশোক মিত্র আশ্বাস দিয়েছেন, “সেচ দপ্তরকে দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানানো হয়েছে।”

স্থানীয় বাসিন্দা বিজয়া দাস বলেন, “বর্ষা তো কেবল শুরু। বাকি কাজটা শেষ না হলে আবার জলই দখল নেবে পাড়ার ঘরবাড়ি।”

নির্মাণের চেয়ে প্রকৃতি যে এক কদম এগিয়ে, সেটাই এখন বাস্তব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here