চাঁচল; ৩০মে: নিজের অধিকার প্রয়োগ করতে নির্বাচনে ভিনরাজ্য থেকে ঘরে ফিরে আসে।নির্বাচনের ফলাফল ঘোষনার পর আবার পারি দেয় যায় ভিনরাজ্যে । যাওয়ার সময় বলে গিয়েছিল মহরমে বাড়ি ফিরে আসবে। কিন্তু আর ফেরা হলো না ছেলের। বহুতল নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় মৃত্যু হলো পরিবারে এক মাত্র উপাজনকারির। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে গোটা গ্রামে। শকার্থ পরিবারে পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি। সব রকমের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। রবিবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ২ব্লকের দামাইপুর গ্রামে।
পরিবারের পরিজনদের থেকে জানা যায়, মৃত ওই নির্মাণ শ্রমিকের নাম ফিরোজ আলি (২৪) । দীর্ঘ কয়েক বছর মহারাষ্ট্রে বহুতল নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তার পরিবারে বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও এক ছয় মাসের পুত্র সন্তান রয়েছে। বাড়ির একমাত্র উপার্জন হিসেব ছিলেন ফিরোজ। তার মৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছেন ফিরোজের বাড়ির বাকি সদস্যরা। এদিকে ভিনরজ্যে শ্রমিকের মৃত্যু সংবাদ পেতেই এলাকায় ছুটে যান মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি। শোকর্থ পরিবারটির পাশে দাঁড়ান এবং সব রকমের সাহায্যের আশ্বাস দেন বিধায়ক রহিম বক্সি।