বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো। শনিবার সকালে মালদহ শহরের সিঙ্গাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে

0
391

বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো। শনিবার সকালে মালদহ শহরের সিঙ্গাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাছ থেকে আগুন ও ধোঁয়া বেরত থাকে। বহুতলের নিচতলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে রীতিমত আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। আবাসনের আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আছে আগুন নিয়ন্ত্রণে আছে। খবর পড়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল স্থানীয়দের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে একজন বড়সড় দুর্ঘটনা অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এই আবাসন। আবাসনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন আবাসিকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here