চাঁচল:--বর্ষার বাজারে অগ্নিমূল্য সবজি। আলু থেকে কাঁচা সবজি সব জিনিষের দাম বেড়েছে আকাশ ছোঁয়া। আলু ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধিতে কপালে কালঘাম ছুটছে মধ্যবিত্ত বাঙালির। বুধবার চাচোল দৈনিক বাজারে আলু সহ অন্যান্য শাকসবজি দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। বাজার করতে গিয়ে হাত পুড়ছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত বাঙালির।এই দিন চাঁচল দৈনিক বাজারে জ্যোতি আলু ৩২ টাকা কিলো, বেগুন ৬০টাকা কিলো, টমেটো ৮০ টাকা কিলো, পটল ৩০ টাকা কিলো। আলু সহ অন্যান্য শাকসবজির গনগনে আঁচে ফুটছে চাচোল বাজার। পাইকারি বাজারে দাম বাড়ায় মূল্যবৃদ্ধি দাবি খুচরা বিক্রেতাদের। সাপ্তাহিক লকডাউনে আলুর ও অন্যান্য সবজির দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার। বাজার করতে আসা ক্রেতাদের অভিযোগ, চাঁচল দৈনিক বাজারের আলু সহ অন্যান্য শাকসবজির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। কিন্তু দাম নিয়ন্ত্রনের ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। তাই বাজরে আশা ক্রেতাদের দাবি ,অবিলম্বে আলু ও অন্যান্য শাক সবজির দাম নিয়ন্ত্রনের জন্য প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
এ ব্যাপারে চাঁচল 1 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিরন ভট্টাচার্য্য জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এর সঙ্গে জড়িত কিছু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।