“বর্ষার আগে ছাউনি সহায়—হিলির বিনশিরা ও ধলপাড়ায় ত্রিপল বিলি করলেন বিধায়ক অশোক লাহিড়ী”

0
88

“বর্ষার আগে ছাউনি সহায়—হিলির বিনশিরা ও ধলপাড়ায় ত্রিপল বিলি করলেন বিধায়ক অশোক লাহিড়ী”

বালুরঘাট, ৩ জুন —– প্রাক বর্ষায় দুর্দশাগ্রস্ত গ্রামবাসীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বালুরঘাটের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী। মঙ্গলবার তাঁর উদ্যোগে বালুরঘাট বিধানসভার অন্তর্গত বিনশিরা ও ধলপাড়া অঞ্চলের মাতাশ ও মাহিষনোটা এলাকার প্রায় ১৮০টি পরিবারকে ত্রিপল তুলে দেওয়া হয়।

এদিন যে ত্রিপল বিতরণ অনুষ্ঠানে বিধায়ক জানান, বর্ষার সময় বহু কাঁচাবাড়ির ছাদ দিয়ে জল পড়ে। সাধারণ মানুষের সেই দুর্ভোগ লাঘব করতেই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এই সহায়তা। তিনি আরও বলেন, “মানুষ যাতে অন্তত মাথার উপর ছাউনি পান, সেটাই আমাদের লক্ষ্য। আমার কিছু সহকর্মীকে সঙ্গে নিয়ে আজকের এই প্রয়াস।”

স্থানীয় বাসিন্দারা ত্রিপল পেয়ে স্বস্তি প্রকাশ করেন। এক মহিলা বলেন, “ঘর দিয়ে জল পড়ে। এই ত্রিপলটা পেয়ে বাঁচলাম।”
স্থানীয়স্তরে এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। বর্ষার আগে এই ত্রিপল তাদের জন্য আশীর্বাদ বলেই মনে করছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here