বড় সাফল্য পেল বৈকুন্ঠপুর বনবিভাগের রাজগঞ্জের আমবাড়ি রেঞ্জ অফিস

0
620

।রেঞ্জ অফিসার আলমগীর হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬টি হরিণের শিং উদ্ধার করেন।সেইসঙ্গে গ্রেপ্তার করা হয় দুজনকে।জানা গিয়েছে,কয়েকদিন আগে একটি হরিণের শিং সহ একজনকে গ্রেফতার করেছিল আমবাড়ি রেঞ্জ অফিস।তাকে জেরা করে একটি চক্রের বিষয়ে জানতে পারে।সেই চক্রের ওপর নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা।সেই মতো সোমবার সন্ধ্যায় রেঞ্জ অফিসার আলমগীর হক ও অন্য কর্মীরা ক্রেতা সেজে অভিযানে নামেন।রাজগঞ্জের ফারাবাড়ি-নেপালি বস্তি এলাকা থেকে ছয়টি হরিণের শিং সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেননি।রেঞ্জার আলমগীর হক বলেন,আমাদের কাছে আগে থেকেই খবর ছিল একটি চক্র হরিণের মাংস বিক্রি,বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যুক্ত।সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পাওয়া যায়।এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা জানতে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here