বড়সড় দুর্ঘ*টনার হাত থেকে রক্ষা পেলো বুনিয়াদপুর বাসী

0
285

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো বুনিয়াদপুর বাসী। রাস্তার ধারের গাছ উল্টে আহত টোটো চালক সহ গাড়ি চালক, বন্ধ হয়ে যায় যানচলাচল। বুনিয়াদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা।

বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ যাবার রাস্তায় বুনিয়াদপুর শহরের ট্রাফিক সিগন্যাল পার করেই রাস্তার ডান সাইডে বহু পুরোনো ও বড়ো পাকুর গাছ রয়েছে। এই গাছের গোড়ার মাটি কম থাকায় বৃস্পতিবার বেলা ২.৩০ নাগাদ হঠাৎই সেই গাছটি পড়ে যায় রাস্তার উপরে। গাছের তলায় একাধিক চার চাকা গাড়ি ও টোটো থাকলেও গাছটির নিচে চাপা পড়ে একটি চার চাকা গাড়ি ও টোটো। গাড়ি চালকের নাম তাপস রায় ও টোটো চালক চাদ মন ভৌমিক তারা তাদের যানবাহনই বসে ছিল গাছটি পড়ে যাওয়ার সময়। কোনরকম প্রাণে বেঁচে যান গাড়ি চালক ও টোটো চালক। দুর্ঘটনার সময় টোটর মধ্যে যাত্রীও বসে ছিল বলে জানান টোটো চালক। এই চার চাকা গাড়িতে করেই কচিমন স্কুলে বাচ্চা দের নিয়ে যাওয়া আসা করে। গাছটি যেই ভাবে রাস্তা উপর পড়ে গিয়েছে যদি এই দুর্ঘটনাটি স্কুল ছুটি হওয়ার সময় হতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতো বলে অনুমান স্থানীয়দের। ঘটনাকে ঘিরে বন্ধ হয়ে পড়ে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ যাবার রাস্তা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামনে নেয় ও চালু করে দেন যান চলাচল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

এই বিষয়ে টোটো চালক চাঁদ মন ভৌমিক ও গাড়ি চালক শ্যামল মাহাতো জানিয়েছেন প্রতিদিনের মত আজকেও আমরা স্কুলে বাচ্চাদের নামিয়ে দিয়ে আমাদের কাজ সেরে গাড়িগুলি গাছের নিচে রেখে দেই। স্কুল বাচ্চাদের ছুটি হলে বাচ্চাদের গাড়িতে তুলে নেওয়ার জন্য গাছের নিচেই দাঁড়িয়ে থাকে আকাধিক টোটো। গাছটির তোলার মাটি কেটে যাওয়ায় সেই গাছটি অচমকা রাস্তার উপর পড়ে যায়। গাছটির নিচে চাপা পড়ে একটি গাড়ি ও একটি টোটো। ঘটনায় প্রাণে বেঁচে যান অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here