বটপাকুরের বিয়ের আয়োজন

0
81

বট পাকুড় বিয়ে,হ্যা শুনতে আবাক হ লেও দুইটি গাছের বিয়ে আজো হয়,দুইটি মানুষের ঠিক যেভাবে বিয়ে হয়,হিন্দু নিয় ম অনুসারে, ঠিক সেইভাবে দুইটিগাছের বিয়ে দিলেন পুরোহিতের মন্ত্র ও দিনপঞ্জিকা দেখে, বাঙাল বাড়ির এলাকার মানুষেরা মিলে । দুটি পূর্ণবয়স্ক বট পাকুড় গাছকে উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙাল বাড়ি হাটের নুরপুর এলাকায় ও বাঙাল বাড়ি বৈরাগী হরি মন্দির প্রাঙ্গণে বটপাকুরের বিয়ের আয়োজন করা হয়। আজ তাদের পূর্ণ বয়সে হিন্দু সমাজের নিয়ম রীতি অনুযায়ী সবকিছুর করা হয়েছিল এই বিয়েতে কোন কিছুরই খামটি ছিল না বট পাকুরের বিয়েতে. হলুদ কোটা,নাচানাচি গান বাজনা,জল ভরা, সাজনা তলা, বাজনা, কন্যা যাত্রী, বরযাত্রী, কোন কিছুরই খামতি রাখেনি মেয়ের বাবা সুনীল বর্মন। ,এই বিয়েতে নুরপুর এলাকার প্রায় ৫০০ লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল হরি মন্দির এলাকায় ৪০০ থেকে ৫০০ লোকের খাবার দাবার ব্যবস্থা করা হয়েছিল. বটপাখুরের বিয়েতে। খাওয়ায় মেনু ছিল ডাল, ভাত, পাপড়, লেবু, স্যালাড, মটর পনির তরকারি, কচুসাগ, ঘাঁটির তরকারি চাটনি, দই, মিষ্টি, বর পাকুড়ের বিয়েতে খাওয়া দাওয়াই কিন্তু ছিল না কোন খামতি রাখেনি মেয়ের বাবা রতন রায়। এই বট পাকুর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙাল বাড়ি অঞ্চলের প্রধান আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবী যতীন রাজবংশী, প্রদীপ দাস, বকুল বর্মন, বিমল চন্দ্র সিং , গৌতম রায় সহ অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here