চাঁচল:-বজ্রাঘাতে মৃত 2, আহত 5। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার গোবরা ঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুজন মহিলা। জয়া মন্ডল ও সীমা মন্ডল। জমিতে কাজ করার সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় এই দুই মহিলার। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে।
Home  বাংলা  উত্তর বাংলা  বজ্রাঘাতে মৃত 2, আহত 5। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার গোবরা ঘাট...
 
                





















