বছরের প্রথম দিনেই পথচলা শুরু বালুরঘাট-শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেনের

0
672

কথা রাখলো রেলমন্ত্রক। বছরের প্রথম দিনেই পথচলা শুরু বালুরঘাট-শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেনের। ভার্চুয়ালি উদ্বোধন রেলমন্ত্রীর।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ জানুয়ারী ———— বছরের প্রথম দিনেই পথচলা শুরু করলো বালুরঘাট – শিয়ালদহ নতুন এক্সপ্রেস ট্রেন। সপ্তাহের প্রথম দিনে যার আনুষ্ঠানিক উদ্বোধন কে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয় বালুরঘাট রেলস্টেশন চত্বরে। এদিন ভার্চুয়ালি প্রক্রিয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেলস্টেশন থেকে এই নতুন রেলের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বালুরঘাট স্টেশন থেকে দুপুর বারোটা নাগাদ সবুজ পতাকা নাড়িয়ে যার শুভারম্ভ করেন সাংসদ সুকান্ত মজুমদার। এদিন যে উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পুর্ব রেলের ডি আর এম সুরেন্দ্র কুমার সহ রেলদপ্তরের বিভিন্ন আধিকারিকেরা। এদিনের সেই ভার্চুয়ালি উদ্বোধনী মঞ্চ থেকেই গোটা উত্তরবঙ্গে ২৬ টি আন্তর্জাতিক মানের রেলস্টেশন গড়ে ঢেলে সাজাবার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। যে তালিকায় বালুরঘাটের কথাও উল্লেখ করেছেন রেলমন্ত্রী। শুধু তাই নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ৯৮টি এধরনের স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে বলেও উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এই ট্রেন চালু হওয়াতে গোটা দক্ষিন দিনাজপুরের মানুষ উপকৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here