বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।

0
129

১৯৬৯ সালের ১৯ জুলাই ব্যাংক পরিষেবা বেসরকারি থেকে সরকারি পরিষেবা পরিবর্তন হয়, সেই দিনটাকে সামনে রেখেই বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারীদের সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে বিশেষ উদ্যোগ নিয়ে গঙ্গারামপুরের ক্ষুদিরাম মার্কেটের সামনে কর্মসূচির পালন করল

গঙ্গারামপুর 20 জুলাই দক্ষিণ দিনাজপুর। বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ক্ষুদিরাম মার্কেটের সামনে এই দিনটি পালন করে উক্ত সংগঠনের একাধিক নেতৃত্ব ও সদস্যরা। সংগঠনের কর্মকর্তাদের দাবি, তাদের আন্দোলনে জেরেই দীর্ঘদিন পরে বেসরকারি থেকে ব্যাংক পরিষেবা সরকারিতে পরিবর্তন হয়েছিল। সেই দিনটিকে সামনে রেখেই ব্যাংকের গ্রাহকদের পরিষেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে এই দিনটির তাৎপর্য সম্পর্কে সংগঠনের তরফে ব্যাংকের গ্রাহকদের সচেতন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে একাধিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বঙ্গীয় আদশ্যিক ব্যাংক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে জানা গেছে যে,১৯৬৯ সালের ১৯জুলাইয়ের আগে পর্যন্ত ব্যাংক পরিষেবাটি জনসাধারণ বেসরকারিকরণের মধ্য দিয়ে পেয়ে আসছিলেন। সংগঠনের নেতৃত্বদের দাবি,ব্যাংক পরিষেবাকে কখনোই বেসরকারিকরণ করতে দেয়া হবে না, এই দাবি নিয়ে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি সেই সময় দীর্ঘদিন আন্দোলন সংগঠিত করেছিল। সংগঠনের নেতৃত্বদের কথায়, তাদের আন্দোলন নিজেরই ১৯৬৯ সালের ১৯শে জুলাই অবশেষে তৎকালীন সরকার ব্যাংক পরিষেবাকে বেসরকারীকরণ থেকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষজন ব্যাংকের প্রয়োজনে বিভিন্ন ধরনের পরিষেবা পেয়ে আসছিলেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।শুক্রবার ছিল ১৯শে জুলাই যে দিনটিতে ব্যাংক পরিষেবাটি বেসরকারি থেকে সরকারি করনে পরিবর্তন হয়েছিল।সেই দিনটিকে সামনে রেখেই বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে বিশেষ এক অনুসূচির আয়োজন করা হয় গঙ্গারামপুরের বিপ্লবী ক্ষুদিরাম মার্কেটের সামনে। সেখানে উক্ত সংগঠনের তরফে ব্যাংকে কি ধরনের পরিষেবা গ্রাহকেরা পেয়ে থাকেন বা তাদের পরিষেবা পেতে কি করতে হবে সেই সমস্ত বিষয়ে একাধিক যে সুযোগ-সুবিধা রয়েছে তা বুঝানো হয় ব্যাংকের গ্রাহকদের সংগঠনের তরফে। এবিষয়ে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক উদয় শংকর সাহা জানিয়েছেন,প্রতিবছরের মতে এই বছরও এই দিনটি পালন করা হয়েছে।গ্রাহকেরা কি ধরনের সুযোগ সুবিধা ব্যাংক থেকে পেতে পারেন সে বিষয়ে এমন দিনেই সচেতন করা হলো গ্রাহকদের।আগামীতেও আমরা সংগঠনের তরফে এমন কর্মসূচি পালন করে যাব। এবিষয়ে বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সহ-সম্পাদক ভাস্কর গাঙ্গুলী জানিয়েছেন,১৯জুলাই এই দিনে ব্যাংক বেসরকারি থেকে সরকারিকরণ হয়েছিল।সেই দিনটিকে সামনে রেখে বিশেষ কর্মসূচি নেওয়া হয় সংগঠনের তরফে।ব্যাংকে কি ধরনের পরিষেবা গ্রাহকেরা পাবেন সে বিষয়ে তাদের বুঝানো হয়। সরকারি ব্যাংকের সংখ্যা জন্য আরো বাড়ানো হয় সে দাবি জানানো হয় সংগঠনের এই কর্মসুচিতে। সংগঠনের এমন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক উদয় শংকর সাহা, সহ-সম্পাদক ভাস্কর গাঙ্গুলী সহ আরো অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here