বইয়ের বাইরে জীবনের পাঠ! বড়দিনের আগে গঙ্গারামপুরে খুদে উদ্যোক্তাদের বাণিজ্যের পাঠে রঙিন কার্নিভাল

0
116

বইয়ের বাইরে জীবনের পাঠ! বড়দিনের আগে গঙ্গারামপুরে খুদে উদ্যোক্তাদের বাণিজ্যের পাঠে রঙিন কার্নিভাল

বালুরঘাট, ২১ ডিসেম্বর —– বইয়ের পাতায় নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে শেখার পাঠ!বড়দিনের প্রাক্কালে গঙ্গারামপুরে যেন তারই এক ঝলমলে ছবি ধরা পড়ল। রবিবার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, গঙ্গারামপুর-এর উদ্যোগে স্কুল চত্বরে বসেছিল ব্যতিক্রমী এক কার্নিভাল, যেখানে খেলার ছলে বাণিজ্যিক ভাবনার হাতে-কলমে শিক্ষা নিল খুদে পড়ুয়ারা।
সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলা এই কার্নিভালে স্কুল প্রাঙ্গণ যেন রূপ নেয় এক ছোট্ট হাটে। সারি সারি রঙিন স্টল, নিজস্ব পণ্যের পসরা সাজিয়ে বসেছে ছাত্রছাত্রীরাই। কেউ বিক্রেতা, কেউ আবার ক্রেতা—দরদাম, হিসাব-নিকাশ, ক্রেতার সঙ্গে কথোপকথন, বিক্রির কৌশল—সবটাই সামলাল খুদে উদ্যোক্তারা নিজের হাতে। শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে ও অভিভাবকদের উৎসাহে গোটা পরিবেশ জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

স্কুলের প্রিন্সিপাল রোজি সিং বলেন, “শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা। আজ যারা শিশু, আগামী দিনে তারাই সমাজের চালিকাশক্তি হবে। কে জানে, ভবিষ্যতের সফল ব্যবসায়ী হয়তো আজই এই কার্নিভালে হাতেখড়ি নিচ্ছে। তাই ছাত্রছাত্রীদের বোঝানো হয়েছে লেনদেনের নিয়ম, মানুষের সঙ্গে কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসের গুরুত্ব।”
বড়দিনের আনন্দকে সঙ্গী করে এই কার্নিভাল তাই নিছক উৎসব নয়—ভবিষ্যৎ গড়ার এক উজ্জ্বল প্রস্তুতি হিসেবেই আলাদা হয়ে রইল গঙ্গারামপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here