বংশীহারী ব্লকের পাঞ্জলিপাড়ায় অবস্থিত কোটিবর্ষ পাবলিক স্কুল ও কেআইটিএম কলেজের পক্ষ থেকে

0
669

বংশীহারী ব্লকের পাঞ্জলিপাড়ায় অবস্থিত কোটিবর্ষ পাবলিক স্কুল ও কেআইটিএম কলেজের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল, খেলোয়াড়দের উৎসহ ছিল চোখে পড়ার মত। গঙ্গারামপুর ১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জলিপাড়ায় কোটিবর্ষ পাবলিক স্কুল ও কেআইটিএম কলেজের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন বহু ছাত্র-ছাত্রী সহ উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
বংশীহারী ব্লকের পাঞ্জলিপাড়ায় অবস্থিত কোটিবর্ষ পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে করা হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার বিদায়ী আইসি মনোজিৎ সরকার, কোটিবর্ষ পাবলিক স্কুলের ভাইস চেয়ারম্যান অমৃতা বন্দ্যোপাধ্যায়, কোটিবর্ষ পাবলিক স্কুলের প্রিন্সিপাল এঞ্জেলা ইয়লমো, কেআইটিএম কলেজের প্রিন্সিপাল ফাড়া রশিদ, কোটিবর্ষ পাবলিক স্কুলের ইংলিশ ও বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা দীপশিখা সরকার, শ্রেয়া ভারতী লাল সহ আরো অনেকেই।মোট ২১টি বিভাগের মধ্যে দিয়ে করা হয় এদিনের খেলা গুলি।ছোট খুদেদের পাশাপাশি তাদের অভিভাবকদের জন্যেও খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিবছর প্রতি বছর স্কুলের তরফে শীতকালীন সময়ে এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করা হয় ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য এবং তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতে মনোযোগী করে তুলতে। ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের অভিভাবকদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উৎস চোখে পড়ার মতো।
এবিষয়ে কোটিবর্ষ পাবলিক স্কুলের ভাইস চেয়ারম্যান অমৃতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্পোর্টস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।ছাত্র-ছাত্রীদের ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে প্রায় ২১টি বিভাগে স্পোর্টস করা হয়েছে।স্পোর্টস করলে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় মনোবল বাড়ে।
এবিষয়ে কোটিবর্ষ পাবলিক স্কুলের প্রিন্সিপাল এঞ্জেলা ইয়লমো, কেআইটিএম কলেজের প্রিন্সিপাল ফারহা রাশীদ, ইংলিশ টিচার্স দীপশিখা শর্মা, সাইন্স টিচার শ্রেয়া ভারতী লালেরা জানিয়েছেন,কেআইটিএম কলেজে প্রতিবছর পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিবছরের মতো এবছর স্পোর্টস প্রতিযোগিতা করা হয়েছে।এদিন ২১টি বিভাগ নিয়ে করা হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল অভিভাবক অভিকারাও। এদিন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here