বংশীহারী ব্লকের একাধিক রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। পথশ্রী প্রকল্পের চতুর্থ স্ক্রিনে করা হচ্ছে রাস্তার কাজ গুলি।

0
63

বংশীহারী ব্লকের একাধিক রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। পথশ্রী প্রকল্পের চতুর্থ স্ক্রিনে করা হচ্ছে রাস্তার কাজ গুলি।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি অঞ্চল ও গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের চারটি রাস্তার শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন মন্ত্রী প্রথমে বুনিয়াদপুর শহরে বুনিয়াদপুর হাই স্কুলে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়। সেখান থেকে বেরিয়ে পৌঁছায় মহাবাড়ি অঞ্চলের পতড়া এলাকায়। সেখানে আদিবাসীদের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী কে মঞ্চে নিয়ে আসেন। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। ওই এলাকার প্রায় ৩৯ লক্ষ টাকা খরচে প্রয়োজনীয় একটি রাস্তার শিলান্যাস করলেন। এই রাস্তাটি পতড়া এলাকার বেঞ্জি মাহাতোর বাড়ি থেকে আইসিডিএস সেন্টার প্রযন্ত করা হবে। এই রাস্তা সম্পূন্ন হলে প্রচুর মানুষের সুবিধা হবে। সেই রাস্তা শিলান্যাস করে মন্ত্রী পৌঁছায় গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে গিয়ে তিনটি রাস্তার শিলান্যাস করেন। এই সমস্ত রাস্তা গুলি করা হচ্ছে পথশ্রী প্রকল্পের চতুর্থ স্কিমের মাধ্যমে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করা হচ্ছে এই সমস্ত কাজগুলি। এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, মহাবাড়ি অঞ্চলের প্রধান নূরে আকতার বানু সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।

এই বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আমরা মহাবাড়ি অঞ্চলের একটা রাস্তা শিলান্যাস করলাম। এই রাস্তাটি পতড়া এলাকার বেঞ্জি মাহাতোর বাড়ি থেকে আইসিডিএস সেন্টার প্রযন্ত করা হবে। এই রাস্তা হলে মানুষের সুবিধা হবে এছাড়াও আগামীতে আরো অনেক কাজ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here