বংশীহারী থানা বিষ্ণুনাথপুরে মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়,শোরগোল এলাকাজুড়ে

0
641

শীতল চক্রবর্ত্তী,বুনিয়াদপুর,১৮ ডিসেম্বর,দক্ষিণ দিনাজপুর:-মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বিশ্বনাথপুর ডোবা এলাকায়। মামার বাড়ির পাশে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ওই শিশুটি, সেখানে গিয়েই নিখোঁজ হয় সে।এদিন সকালে এদিন অনুষ্ঠানে আশপাশেই আদ্রি নদীর মধ্য থেকে তার দেহ ভেসে ওঠে।পরে রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শিশুরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম আয়ুশ কুন্ডু(৪), বাবা অমিত কুন্ডু, বাড়ি মালদা জেলার গাজলে। এদিন সকালে বিশ্বনাথপুর রাধাগোবিন্দ সেবাশ্রম গোষ্ঠ লীলা ৩৭তম বর্ষ অনুষ্ঠানে মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে এসে খেলার ছলে হঠাৎ পুকুরের জলে পড়ে যায় ছোট্ট আয়ুশ। এরপর বেশ কিছুক্ষণ ধরে আয়ুশের দেখা না পাওয়ায় তার মামি ও বাড়ির বাকি সদস্যরা বহুক্ষণ ধরে খোঁজাখুঁজি করে। এরপরে হঠাৎ পুকুরের জল থেকে ভেসে ওঠে ছোট্ট আয়ুস এর দেহ। সকলের প্রচেষ্টায় তাকে তড়িঘড়ি রশিদপুর ব্লক হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


এবিষয়ে মৃত শিশুর দাদু পরিতোষ মন্ডল জানিয়েছেন,শুকবার সকালে আমার মেয়ে ও নাতি এসেছিল বাড়িতে অনুষ্ঠান দেখতে।পাড়ার অনুষ্ঠান দেখতে।হঠাৎ করে খেলার ছলে কখন সে পুকুরের জলে পড়ে যায় তা বুঝতেই পারলাম না। আমরা জানতে পেরে তৎক্ষনাৎ রশিদপুর হাসপাতালে নিয়ে আসি। ডাক্তারবাবুরা দেখার পরে তাকে মৃত বলে ঘোষণা করেছে।


বংশীহারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানিয়েছেন,জলে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সে মারা গেছে। পরিবারের লোকজন কখন যে তাকে হাসপাতালে নিয়ে গেছে আমরা সেটা জানতে পারেনি। বিষয়টি পুলিশকে বলা হয়েছে।


বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here