বংশীহারী থানার বিদয়ী আইসি মনোজিৎ সরকারকে গঙ্গারামপুর সাব ডিভিশনের রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সংবর্ধনা দিলেন

0
402

বংশীহারী থানার বিদয়ী আইসি মনোজিৎ সরকারকে গঙ্গারামপুর সাব ডিভিশনের রিপোর্টার অ্যাসোসিয়েশনের সদস্যরা সংবর্ধনা দিলেন, সাংবাদিকদের কাজের প্রশংসা করলেন বিদায়ী আইসি

 

৩১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকারকে ফুলের তোড়া দিয়ে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো সাংবাদিকদের সংগঠনের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানার বিদায়ী আইসিকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সাংবাদিকদের সংগঠনের সম্পাদক, সহ সভাপতি সহ আরো অনেকেই। সাংবাদিকদের কাছে প্রশংসাও করেন বিদায়ী এই আইসি।
২০১৮ সালের ডিসেম্বর মাসের ১ তারিখ বংশীহারী থানার দায়িত্বভার বুঝে নিয়েছিলেন আইসি মনোজিৎ সরকার। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্ব প্রথম দীর্ঘ ৫ বছর বংশীহারী থানায় কর্মরত ছিলেন তিনি। বছর দীর্ঘ ৫ বছরে বংশীহারী থানা এলাকার লোকজনের সঙ্গে ভালোবাসা ও সুসম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। বিদায়ী বেলা কারো মুখে নেই হাসী। কাজের সূত্রে কোনো ভুল ত্রুটি হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন যেমন, ঠিক তেমনি যে কোনো কাজে সহযোগিতাও তিনি করতেন। বংশীহারী থানা থেকে বুধবার আইসি মনোজিৎ সরকারের বিদায় নেবার দিন। সেই দিনই গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হলো। বিদায় বেলায় সাংবাদিকদের সংগঠনের সম্পাদক সাংবাদিক শীতল চক্রবর্তী, সহ-সভাপতি নারায়ণ বসাক, কোষাধক্ষ্য বাবাই সূত্রধর, ক্লাব সদস্য তথা সাংবাদিক, অজিত ঘোষ, মিনারুল ইসলাম, রাজিবুল হক, জয় সিংহ,চিত্র সাংবাদিক তথা ক্লাব সদস্য বাসুদেব দাস, সজল মোহন্ত সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এবিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন ,আমার কর্ম জীবনের বংশীহারী থানায় শেষ দিন,সেই জন্যই গঙ্গারামপুর সাব ডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে বিদায়ী সংবর্ধনা দিলেন।এই সংগঠনের সমস্ত সদস্যদের সঙ্গে আমার গত পাঁচ বছরে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল।বিদায় বেলায় সকলের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে।ধন্যবাদ জানাই সংগঠনের সকল সদস্যদের। বংশীহারী থানার আইসি এরপরে মালদা জেলা আদালতের ইন্সপেক্টর হিসেবে কাজে যোগদান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here