শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ১৮ জুলাই দক্ষিণ দিনাজপুর:-টোটো ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুজনের।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার গাজোলহাট এলাকায়।গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা ঘোষণা করে। এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
মৃতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত দুজনের নাম বিপুল দাস(৪৫) তার বাড়ি – গঙ্গারামপুর থানার নীলডাঙ্গার (বিজি পাড়া)এলাকায় ,ও অপরজনের নাম রবি সোম ব্য়স (৬০) বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ বিপুল দাস নামে টোটো চালক টোটোতে করে কয়েকজন যাত্রী নিয়ে বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল। সেই সময় বুনিয়াদপুর থেকে আসা একটি বুলেরো গাড়ি গঙ্গারামপুর এর দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটির সজরে ধাক্কা মারে ততটা। তাতে গুরুতর যখন হন টোটো চালক ও টোটোতে থাকা এক যাত্রীও।স্থানীয় লোকজন ছুটে এসে তড়িঘড়ি আহত ওই টোটো চালক ও যাত্রীকে বুনিয়াদপুর ব্লক সাস্থকেন্দ্র রশিদপুর হাসপাতালে ভর্তি করে।অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেl
এবিষয়ে মৃত টোটো চালকের ভাই ও টোটোতে থাকে এক যাত্রীর আত্মীয় জানিয়েছেন, কেমন করে যে এমন ঘটনা ঘটে গেল তা ভেবে উঠতেই পারছি না ।পরিবার গুলো রোজগারের লোক চলে গেল।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে,মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।