বংশীহারী থানার আলীগাড়ায় সরকারি ডিএলএড কলেজে পাহারায় থাকা সত্ত্বেও চুরির ঘটনায় শোরগোল,তদন্তে পুলিশ
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৫এপ্রিল।পরিত্যক্ত ডিএলএড কলেজে নাইট গার্ডের পাহারা থাকা সত্ত্বেও ভয়াবহ চুরির ঘটনা ঘটলো বলে অভিযোগ উঠেছে।সরকারি সম্পত্তি চুরির ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর আলীগাড়া সরকারি ডিএলএড কলেজে। কলেজের গ্রীলভেঙে চুরি হলো কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বলে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলীগাড়া গ্রামে রয়েছে সরকারি ডিএলএড কলেজটি।কলেজের কাজ শুরু হয় ২০১৪ সালে ,কিন্তু কলেজটি এখনো পুরোপুরি চালু হয়নি বলে সূত্রে জানা গিয়েছে।প্রায় দেড় একর সরকারি জায়গায় উপরে রয়েছে এই কলেজটি।কলেজে সিকিউরিটি গার্ড রয়েছে দুইজন। সিকিউরিটি গার্ডদের সেখানে ২৪ঘণ্টা ডিউটি থাকে ওই কলেজে বলে জানা গিয়েছে। রাতে সিকিউরিটি গার্ড ডিউটিতে থাকার পরেও বৃস্পতিবার গভীর রাতে কলেজের গ্রীল ভেঙে কালেজের গার্লস হোস্টেলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পরে। প্রথমে দরজা ভাঙার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা,কিন্তু তাতে তারা সফল না হলে গ্রীলের তালা ভেঙে দরজা খুলে গার্লস হোস্টেলের ভিতরে ঢুকে পরে বলে পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান।কলেজ কর্তৃপক্ষ বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে লিখেছেন যে, পরিত্যক্ত ওই কলেজ থেকে প্রায় ৯টি ফ্যান ও প্রায় ৯টি খাট চুরি করে দুষ্কৃতীকারীরা পালিয়ে যায় বলে দাবি রাত পাহারা দায়িত্বে থাকা সিকিউরিটিদের দাবি। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা।
এবিষয়ে হোস্টেলের গার্ড মোস্তাক হোসেন ও প্রতুল রায়েরা অভিযোগ করে জানিয়েছেন, ২০১৪ সাল থেকে এখানে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার রাতে ডিউটি থাকা কালীন গ্রীল ও তালা ভেঙে প্রায় ৯টি ফ্যান ও ৯ টি খাট গার্লস হোস্টেলের রুম থেকে নিয়ে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায়।আমরা দোষীদের শাস্তিচাই। তারা পাহাড়ে থাকা সত্ত্বেও কি করে এমন চুরি হলো সে বিষয়ে তারা কোন মন্তব্য করেনি।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন,”পুরো বিষয়টি জানিয়ে গার্ডদের নির্দেশ দেওয়া হয়েছে থানা লিখিত অভিযোগ করতে। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” বংশীহারী থানার আইসি অসীম গোপ জানিয়েছেন,পুলিশ পুরো বিষয়ে নেমেছে। ঘটনায় সর্ষের মধ্যেই রয়েছে কি ভূত তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকই।