ফের লেপার্ডের আতঙ্ক আলিপুরদুয়ার শহড়ে

0
305

আলিপুরদুয়ার : ফের লেপার্ডের আতঙ্ক আলিপুরদুয়ার শহড়ে । আলিপুরদুয়ার নিউটাউন দুর্গাবাড়ির পর এবার ৮ নম্বর ওয়ার্ডে লেপার্ডের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।গতকাল রাত দুটো নাগাদ স্থানীয় বাসিন্দা ওই বন্য জন্তুর শব্দ পান।একজন বাইরে বেরিয়ে দেখতে ও পান অচেনা ওই বন্য জন্তুর।তারপর থেকেই আতঙ্ক শুরু হয়েছে ৮ নম্বর ওয়ার্ডের ওই এলাকায়।
আলিপুরদুয়ার ২ নম্বর ওয়ার্ডের নিউটাউন দূর্গাবাড়ি এলাকায় লেপার্ডের আতঙ্ক ছড়ানোয় ওখানে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা ও খাঁচা।লেপার্ড বা অন্য বন্য জন্তুর আতঙ্ক রয়েছে এলাকায়।
বনকর্মীরা শহরের ২ নম্বর ওয়ার্ডে খাঁচা ও ট্র‍্যাপ ক্যামেরা বসিয়েছে। এরপর ফের আতঙক শুরু হয়েছে ৮ নম্বর ওয়ার্ডে। এখানে প্রচুর পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী।বনদফতর কে খবর দেওয়া হয়েছে।বনকর্মীরা এসে পায়ের ছাপ পরীক্ষা করে গেছেন।
শহরবাসীর আতঙ্ক বাড়ছে।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন,২ নম্বর ওয়ার্ডে খাঁচা ও ট্র‍্যাপ ক্যামেরা বসানো হয়েছে।এবার শোনা যাচ্ছে ৮ নম্বর ওয়ার্ডে অচেনা বন্য জন্তু ঘুরে বেড়াচ্ছে।পুরসভা ও বনদফতর একসঙ্গে কাজ করছে।আতঙ্কিত হওয়ার কারন নেই।
বনদফতর ও পুরসভা আশ্বাস দিলেও আতঙ্ক কমেনি এলাকাবাসীর।
২০১৫ সালে খোদ শহরের বুকে শিশু উদ্যানে খাঁচাবন্দী হয় পূর্নবয়স্ক লেপার্ড।ফলে আতঙ্ক রয়েছে দুটো এলাকাতেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here