ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতে ফাটলো কাঁচ

0
114

*ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতে ফাটলো কাঁচ।হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা।জানা গেছে সি (৮)কোচের জানালা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে। কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত। কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে। এই নিয়ে উঠছে প্রশ্ন। সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও।
এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনের বান্দোভারাত এক্সপ্রেস আসার পর মালদা আরপিএফ কর্মীরা তারা বিষয় দেখে পাশাপাশি রেল যাত্রীদের সাথে কথা বলেনl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here