ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মানিকচকের যুবকের।

0
144

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মানিকচকের যুবকের।

মানিকচক; আবারো ভিন কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মৃত যুবকের নাম করুন মন্ডল বয়স ১৯ বছর। বাড়ি মালদার মানিকচকের নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। জানা গেছে, বিগত প্রায় ছয় মাস আগে বাবার সাথে ভিন রাজ্য অর্থাৎ মুম্বাইয়ে সাটারিং এর কাজে যায়। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক থাকলেও। মঙ্গলবার সকাল নাগাদ সাটারিং এর কাজ করতে গিয়ে নির্মাণীয়মান ১৩ তোলা থেকে পড়ে যায় করুন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারে একমাত্র ছেলে ছিলেন করুন। আরো জানা গেছে, একটি মাত্র বোনের বিয়ের জন্য টাকা রোজগারের জন্য বাবার সাথে ভিন রাজ্যে গিয়েছিল যুবক বলে খবর। তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here