ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিন গুরুতর জখম দুই।

0
311

উত্তর দিনাজপুর :—-ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিন গুরুতর জখম দুই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘোরধাপ্পা ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ডালখোলা থানার সূর্যাপুর থেকে একটি সুইফট গাড়ি করে তারা ইসলামপুর এর দিকে আসছিল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তিন জনের। মৃত ওই তিন ব্যক্তির নাম মহম্মদ মহজাম (৩০) বাড়ি বিহারের বলরামপুর থানার পোথরা এলাকায়, কৌশর আলম(25) ও বিক্রম(২৬) এদের দুজনের বাড়ি ডালখোলা থানার পিছরা এলাকায় । এবং গুরুতর জখম হয় দুই জন। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আহত দুই জনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঠানো হয়। বর্তমানে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাড়িটি দুমড়ে-মুচড়ে যাওয়ার কারণে তিনজন গাড়ির ভিতরে আটকে থাকে। ওই তিন জন ঘটনাস্থলেই মারা যায়। ওই তিন জনকে উদ্ধার করতে কয়েক ঘন্টা সময় লাগে পুলিশ প্রশাসনকে। পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here