ফের বাসে করে নিষিদ্ধ কাফ সিরাফ পাচারের পর্দা ফাঁস, লক্ষাধিক টাকার ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার বালুরঘাট থানার পুলিশের

0
412

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৭ আগস্ট—  গোপন সূত্রে খবর পেয়ে পাচারের আগেই লক্ষাধিক  টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করলে বালুরঘাট থানা পুলিশ। রবিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আটইর মোড় এলাকার ঘটনা। এদিন ওই ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম সজল মন্ডল। চকভৃগুর আঁখিড়া পাড়া এলাকার বাসিন্দা সে। এদিন বাস থেকে ফেনসিডিলের বস্তাগুলি তিনি নামিয়েছিলেন বলে অভিযোগ। এদিন এই ঘটনাকে ঘিরে  ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।  ঘটনার খবর পেতেই ডিএসপি সোমনাথ ঝাঁ’র নেতৃত্বে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। সেই সময় নদীয়া থেকে আগত একটি বাস থেকে ফেনসিডিলের বস্তাগুলি নামিয়েছিলেন সজল মন্ডল। পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করে। তবে বেশকিছুদিন ধরে এই কারবারে যুক্ত হয়েছিলেন ধৃত ব্যক্তি, এমনটাও পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। 

      ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় পঞ্চায়েত সদস্য ভজন হালদার। তিনি বলেন ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। যে খবর পেয়েই এলাকায় এসেছেন তা সরজমিনে খতিয়ে দেখতে।

         আটক সজল মন্ডল জানিয়েছেন টাকার বিনিময়ে তিনি বাস থেকে ফেনসিডিল নামানোর কাজ করতেন। এর আগেও দুইবার এমন কাজ করেছেন তিনি। 

         ডিএসপি সদর সোমনাথ ঝা জানিয়েছেন একজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here