শিলিগুড়ি:-
ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটিন পুলিশ।তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী।তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সোমবার ফের বিশ্বজিত রায় নামে বাড়িভাষার এক যুবককে নেশার ঔষধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।রবিবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ি লেকটাউনে অভিযান চালিয়ে ৮৫টি নেশার ইঞ্জেকশন সহ গ্রেপ্তার করে পুলিশ।জানা গেছে দির্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে।শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই সমস্থ নেশার ঔষধ বিক্রি করে।সোমবার ধৃত যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।