ফের জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ির শল্য চিকিৎসক ডাক্তার রজত ভট্টাচার্যের

0
568

জলপাইগুড়ি:—ফের জটিল অস্ত্রোপচার জলপাইগুড়ির শল্য চিকিৎসক ডাক্তার রজত ভট্টাচার্যের। এর আগেও বেশ কিছু জটিল রোগের অস্ত্রোপচার করেও সফল হয়েছেন ডাক্তার ভট্টাচার্য। বৃহষ্পতিবার রাতে সাইটাস ইনভার্সাস বা উল্টো অঙ্গের রোগীর শরীরে সফল অস্ত্রপ্রচার হলো জলপাইগুড়িতে। সফল অস্ত্রোপ্রচারের পর চিকিৎসকের দাবি, এ ধরনের রোগ পৃথিবীতে বিরল। সারা বিশ্বে এই ধরনের রোগীর ৭০টি অপারেশনের নজির রয়েছে বলে জানান ডক্টর ভট্টাচার্য। সাধারনত একজন সুস্থ মানুষের শরীরে হৃদপিণ্ড থাকার কথা বামে। কিন্তু হলদিবাড়ির বগড়ি বাড়ির বাসিন্দা গৃহবধূ চঞ্চলা বর্মনের হৃৎপিণ্ডের অবস্থান ডান দিকে। পাশাপাশি গলব্লাডার এবং মহাধমনীর অবস্থানও উল্টো দিকে। সম্প্রতি পেটের যন্ত্রনায় অসুস্থ বোধ করলে রিপোর্টে পিত্ত থলিতে পাথর ধরা পরে। আর এ সব তথ্য দেখতে গিয়েই বিরল এই বিষয়গুলো নজরে আসে। দরিদ্র চঞ্চলা বর্মনকে বিনা খরচে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন ডক্টর রজত ভট্টাচার্য। এদিন রাতে শহরের একটি নার্সিংহোমে অপারেশন করেন তিনি। টানা প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলে অপারেশন। সফল অস্ত্রপ্রচারের পর ডাঃ ভট্টাচার্য জানান, কিছুদিনের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন চঞ্চলা দেবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here