ফের অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জয়গাঁ থানার পুলিশ

0
682

আলিপুরদুয়ার। ফের অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জয়গাঁ থানার পুলিশ। বুধবার জয়গাঁর ছোট মেচিয়াবস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬১৪ টি নেশার ক্যাপসুল ও ১১ টি কফসিরাপ উদ্ধার করে এবং এ ঘটনায় অনুপ ছেত্রী নামে এক অভিযুক্তকেও গ্রেফতার করে। এ বিষয়ে উল্লেখ্য, গত একমাসে জয়গাঁ থানার পুলিশ একাধিকবার এরূপ অভিযান চালিয়ে প্রায় দশজনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে।আগামীতেও এরূপ অভিযান চলবে বলে পুলিশ তরফে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here