-ফুলবাড়ী এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে শিলিগুড়িতে ব্যবসারত বাংলাদেশী ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এর নবাগত শাখা ব্যবস্থাপক মোল্লা শামিম আকতার এর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

0
208

শিলিগুড়ি:-ফুলবাড়ী এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে শিলিগুড়িতে ব্যবসারত বাংলাদেশী ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এর নবাগত শাখা ব্যবস্থাপক মোল্লা শামিম আকতার এর সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখাকে অথরাইজড ডিলার বা এডি ব্রাঞ্চে রুপান্তরিত করার জোর দাবী জানানো হয়।

রোববার (০৫ ডিসেম্বর) রাতে ভারতের শিলিগুড়ি সোনালী ব্যাংক লিমিটেডের শাখা প্রধান মোল্লা শামীম আক্তার প্রধান মোবাইলে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একইদিন দুপুরে ভারতের শিলিগুড়ির সন্নিকটে রাষ্ট্রীয় অতিথি নিবাস “পথের সাথী” তে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখা ভারত এর শাখা প্রধান জনাব মোল্লা শামীম আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন শিলিগুড়ি সোনালী ব্যাংক লিমিটেড এর ফরেন ট্রেড অফিসার মেহেদী হাসান সরকারসহ স্থানীয় পঞ্চায়েত আব্দুল খালেক, এসোসিয়েশন এর সাধারন সম্পাদক জমির বাদশা, সিএন্ডএফ পংকজ রপ্তানীকারক উজ্জ্বল সাহা সহ বিপুল সংখ্যক রপ্তানীকারক ও সিএন্ডএফ এজেন্টরা।

একই সাথে সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখাতে দ্রুত স্টাফ সংখ্যা বৃদ্ধি করা, এটিএম সুবিধা চালু করা, ব্যবসায়ীদের ঋণপত্রের বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ শাখাটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করারসহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা বাংলাদেশের অভ্যন্তরে আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি, সড়কে যানযট নিরসন ও গাড়ির সংখ্যা বৃদ্ধি করার জন্য বন্দর সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মতবিনিময় সভায় গ্রাহকের বিভিন্ন চাহিদা ও তাদের রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা এবং প্রাণবন্ত এক আলোচনাও করা হয়। সভার বক্তারা আন্তর্জাতিক বানিজ্য সম্প্রসারণে সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখার অতীতের সার্বিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও দাবীর কথা তুলে ধরেন।

তারা অবিলম্বে সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখাকে অথরাইজড ডিলার বা এডি ব্রাঞ্চে রুপান্তরিত করা সহ, এটিএম সুবিধা, ব্যবসায়ীদের ঋণপত্রের বিপরীতে ঋণ সুবিধা, শাখাকে সম্পুর্ন ডিজিটালাইজড করাসহ পর্যাপ্ত স্টাফ দিয়ে শাখাটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার দাবী সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় উচ্চ পর্যায়ে এসব বিষয়ে আলোচনার আশ্বাস দিয়ে সোনালী ব্যাংক এর সাথে ব্যবসা বৃদ্ধি করতে সকলকে আহবান জানান শাখা ব্যবস্থাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here