শিলিগুড়ি:- ফুলবাড়ীর ছোবাভিটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো একটি মর্টার শেল উদ্ধার ঘিরে।সোমবার সকালে গ্রামবাসীরা স্থানীয় একটি মর্টার শেল দেখতে পান।এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে রাখে।পরে বোম্ব স্কোয়াড ও সেনা কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে,উদ্ধার হওয়া বস্তুটি দীর্ঘদিন ধরে পড়ে থাকতে পারে।তবে সেটি সক্রিয় অবস্থায় আছে কি না,তা পরীক্ষা করে দেখছেন বিশেষজ্ঞরা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ আশপাশের গ্রামবাসীদের ওই স্থানের কাছাকাছি যেতে নিষেধ করেছে