ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে ধরা পড়ল একটি বাঘা আর মাছ,ওজন প্রায় ৩৫কেজি ৫০০গ্রাম

0
493

শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে ধরা পড়ল একটি বাঘা আর মাছ।মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের জালে মাছ ধরা পড়ে ওজন প্রায় ৩৫কেজি ৫০০গ্রাম।পরে কেজি দরে মাস থেকে বিক্রি করা হয় ফুলবাড়ী বাজারে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here