ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাটে বুলডোজার অভিযান শুরু পুরসভার। পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক অবৈধ নির্মাণ ভাঙলো পুরসভা কতৃপক্ষ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১১ জুলাই —– ফুটপাত দখলমুক্ত করতে এবারে বুলডোজার অভিযান শুরু হল বালুরঘাটেও। বৃহস্পতিবার সকাল থেকে পুরসভার দেওয়া নির্দিষ্ট সময় অনুযায়ীই এই অভিযান চালায় পুরসভা কতৃপক্ষ। প্রসঙ্গত, বেশ কিছু দিন আগে নবান্নর সভা ঘর থেকে খোদ মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছিলেন শহরের ফুটপাত গুলো দখলমুক্ত করার। মুখ্যমন্ত্রীর যে কড়া নির্দেশের পরেই যেন কিছুটা নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আর যার পরিপ্রেক্ষিতে একাধিক জায়গায় পুলিশ ও পৌরসভার উদ্যোগে চলে যৌথ অভিযানও। এদিন যে ছবি ধরা পড়ে বালুরঘাট শহরেও। পুরসভা সুত্রের খবর অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন একটি সুনির্দিষ্ট সময়সীমা বেধে দিয়েছিল। এদিন সকাল থেকে যে হিসাবেই পুলিশ প্রশাসন ও বুলডোজার সঙ্গে নিয়ে রাস্তায় নামে বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। শহরের থানা মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত ফুটপাত দখল করে থাকা বেশ কিছু দোকানের চাল ভেঙে গুড়িয়ে দেয় বুলডোজার। শুধু তাই নয় অবৈধ পার্কিং জোনে রাখা বেশকিছু মোটরবাইককে জরিমানাও করা হয় পুলিশের তরফে। এদিন যে অভিযানেই হাজির ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা, পুর্ত ও বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা সহ বালুরঘাট পৌরসভার সকল জন প্রতিনিধিরা।
চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শহরজুড়ে কড়া পদক্ষেপ নিতে পুলিশকে সঙ্গে নিয়ে এদিন তারা রাস্তায় নেমেছেন। এর আগে একাধিক মিটিং ও মাইক প্রচারের মাধ্যমে সজাগ করা হয়েছে ব্যবসায়ীদের। এদিন বুলডোজার দিয়ে বেশকিছু অবৈধ নির্মান খুলে ফেলা হয়েছে। তবে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন দেবার উদ্যোগও নেওয়া হয়েছে পুরসভার তরফে।