প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ।

0
308

কোচবিহার :- প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়ল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । মঙ্গলবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পৌরকর্মী দের সাথে নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজার প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান চালাতে যান । প্লাস্টিক বন্ধ করার সাথে সাথে যাদের কাছে প্লাস্টিক ছিল সেগুলো পাঁচ ওয়াক্ত করা হয়। সেই সময় কিছু ব্যবসায়ী চেয়ারম্যানের কাছে প্লাস্টিক বন্ধ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে গেলে এক পৌর কর্মী ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার করেন । এরপরে ব্যবসায়রা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করে । ব্যবসায়ীদের অভিযোগ বহুবার এই ধরনের অভিযান চলেছে তবে কি ধরনের প্লাস্টিক ব্যবহার করা হবে তা স্পষ্ট করা হোক । তার কারণ কোম্পানি থেকেই প্লাস্টিকের মাধ্যমে বেশ কিছু মাছ সহ বিভিন্ন জিনিস আসে। সেই ক্ষেত্রে প্লাস্টিক খুলে ফেললে তাদের জিনিস বিক্রি করতে অসুবিধা হবে । তাহলে প্লাস্টিকের কোম্পানি আগে বন্ধ করা হোক । আর এই বিষয়টি তারা চেয়ারম্যানের কাছে তুলে ধরে । তবে এক পৌরকর্মী তাদের সাথে দূর ব্যবহার করে ।

          যদিও পরকালের দুর্ ব্যবহারের কথা উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন নবান্নের নির্দেশ অনুযায়ী প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আজ শুধুমাত্র ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে । এরপর প্লাস্টিক ব্যবহার করা হলে ৫০০ টাকা জরিমানা করা হবে। তবে কয়েকজন ব্যবসায়ী উত্তেজিত হয়ে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here